|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজের ‘পরাণ’ দেখে অঝোরে চোখের জল ফেলেন পরীমণি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২২
অবশেষে রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনি সিনেমা হলে শনিবার বিকেলে আলোচিত ‘পরাণ’ সিনেমা উপভোগ করেছেন চিত্রনায়িকা পরী মণি। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের অ’ভিনয়ে মুগ্ধ হয়ে হয়েছেন এই নায়িকা। শো শেষে খুশিতে রাজের বুকে মা’থা রেখে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় পরীকে।
এ সময় পরীমণি বলেন, ‘সবাই রাজের কথা বলছে, চারিদিকে আলোচনা। সেই খুশিতে কা’ন্না চলে এসেছে। রাজ, মিম, ইয়াশসহ সবাই ভালো অ’ভিনয় করেছে।’ ‘পরাণ’ সিনেমা’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ, তাঁর সঙ্গী দুই মে’য়ে; ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
তারপর একে একে তারার মেলা; চিত্রনায়ক সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, মিশা সওদাগর, চয়নিকা চৌধুরী, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘিসহ সিনেমা সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘পরাণ’।
সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে বলে জানিয়েছে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা অ’ভি কথাচিত্র। হৃদয়স্প’র্শী ত্রিভুজ প্রে’মের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অ’ভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।
এদিকে গুঞ্জন আছে, বরগুনার আ’লো’চি’ত মিন্নি-রিফাত-নয়ন ব’ন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা। গত ২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহ’জাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.