|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইসির সঙ্গে খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০২২
রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে ইসি। দলটির আমীর মা’ওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করছেন। এছাড়া ইসি সচিব হু’মায়ুন কবীর খোন্দকার, অ’তিরিক্ত সচিব অশোক কুমা’র দেবনাথসহ অন্য চার কমিশনারও সংলাপে উপস্থিত রয়েছেন।
সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানানো হলেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিচ্ছে না। এর মধ্যে দেশের অন্যতম বড় দল বিএনপিও সংলাপ বর্জন করেছে।
সংলাপে অংশ নেয়নি আ স ম রবের জাসদও।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.