|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেহেন্দিগঞ্জে বিএনপির উপজেলা ও পৌর শাখার মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২২
মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌরসভার চরহোলা শামিম হায়দারের বাড়ির উঠানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলাদের বরিশাল জেলার আহবায়ক চৌধুরী শামীমা নাসরিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, রিয়াজ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, জেলা যুব দলের আহবায়ক সালাউদ্দিন পিপুল, কবু চৌধুরী সাবেক যুব দল নেতা, জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি মাহমুদ খান, আহবায়ক পৌর যুবদল, আমিনুল ইসলাম মামুন মিয়াজি, যুব নেতা মিরাজ সিকদার আরজু, আমিনুল ইসলাম শিপন আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল, সোহাগ সরদার, যুবায়ের মাহমুদ, সদস্য সচিব উপজেলা ছাত্র দল, তরিকুল ইসলাম চান, আহবায়ক পৌর ছাত্র দল, আহমেদ রাজু আহবায়ক ছাত্র দল কলেজ শাখা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা ক্তব্যে বলেন, বিএনপি একটি সুসংগঠিত ও সুশৃংখল একটি দল। এই দলের চেয়াপার্সন আপোষহীন একজন নেত্রী। তিনি কখনো অন্যায়ের নিকট থানা নিচু করেননি। সেই নেত্রীকে বিনা কারণে ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারাগারে রেখেছে। বাড়িতে থাকলেও তাঁর কোন স্বাধীনতা নাই। এছাড়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই বিনা ভোটের সকরার। কারণ তারা তারেক রহমানকে ভয় পায়। তাঁরা আরও বলেন, এই অবৈধ সরকার দেশের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাঠিয়েছে। ব্যাংক থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংশ করে দিয়েছে। এর ফলে দেশে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষ এখন না খেয়ে মরতে বসেছে। চাল, ডাল, তেল, লবন, মাংশ ও মাছ, মুরগীসহ প্রতিটি পন্যের লাগামহীন মূল্য বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করতে এবং এই বিনা ভোটের সরকারকে দেশ তথা ক্ষমতা থেকে বিতারিত করতে এখন আন্দোনের কোন বিকল্প নাই। আর এই আন্দোলন গড়ে তুলতে শক্তিশালী কমিটি ও একনিষ্ট কর্মী প্রয়োজন। আর এই সকল কর্মীদের নিয়েই একটি শক্তিশালী মহিলা দলের কমিটি গঠন করা প্রয়োজন বলে বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.