|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রধানমন্ত্রীর ঘর পেল দাকোপের ১০ পরিবার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২২
খুলনার দাকোপে তিতীয় পর্যায়ে ২ পর্যায়ে প্রধান মন্ত্রীর উপহার জমি সহ স্বপ্নের ঘর পেল ১০ টি গৃহহীন ও ভুমিহীন পরিবার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ২১ জুলাই গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের পাঁচটি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে তিনি এ ঘোষনা দেন।এদিন সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।পাশাপাশি ৫২ উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা দেন।
এ লক্ষে বৃহস্পতিবার দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে তারই অংশ হিসাবে গণভবন থেকে সম্প্রচারিত উদ্ধোধনী অনুষ্ঠানটি দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল প্রদ্ধতিতে একযোগে সম্প্রচার করা হয়।প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্ধোধনের পর দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথির বক্তিতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মমুনসুর আলী খান।বিশেষ অতিথি হিসাবে বক্তিতা করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা মোজাম্মেল হক নিজামী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃসোহেল হোসেন, বক্তিতা করেন মুক্তিযোদ্ধা মুহিত লাল রায়,প্রাথমিক শিক্ষাকর্মকর্তা জাহাঙ্গীর আলম,ইনস্টেষ্টর মোঃমোসলেমআলী,যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, সমবয় দপ্তরের সহকারী পরিদর্শক মোছাঃলতা বেগম,ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,ইউপি চেয়ারম্যান মানস রায়,ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন, সুদেব ককুমার রায়, অধ্যক্ষ অসিম কুমার থান্দার,দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভুইয়া,পৌর কাউন্সিলর আব্দু গফুর,উপকার ভোগী আব্দুল জলিল পাড়,মতলেব শেখ,টুকটুকি বেগম,তাপসী,কৃষ্ণপদ সরকার,প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।
এবার উপজেলা খোনা এলাকায় আশ্রায়ন প্রকল্পে ১০ ঘর দেওয়া হয়।এ পযন্ত দাকোপে ৩৭০ টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিয়ে পুর্ণবাসন করা হয়েছে।
. ,
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.