বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে মহিলা সমিতিতে রোকেয়া দিবস উদযাপন  নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল, সম্পাদক জহিরুল কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন, আহত ৩ মতলব উত্তরে কৃষি মেলার উদ্বোধন দুবাই বাংলাদেশ মিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহবান সার্ক এর ৪০ বছর পূর্তিতে সাংবাদিক নেতারা অসুস্থ কুলিয়ারচর উপজেলা আঃ লীগ সাধারণ সম্পাদকের শয্যা পাশে শরীফুল আলম কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত দাকোপে জলবায়ু পরিবর্তনে কারিতাসের উদ্যোগে গণমাধ্যম কর্মিদের সাথে এ্যাডভোকেন্সি সভা অনুষ্ঠিত সিরাজদিখানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ আলোচনা সভা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, নবীনগর উপজেলা শাখার ১ম বর্ষ পূর্তি উদযাপন অটোরিকশা ফিরে পেয়ে ইউএনওকে কৃতজ্ঞতা জানাতে ছোটে আসলেন চালক নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন ঠাকুরগাঁওয়ে বড়গাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ দুবাইয়ে সার্ক-এর ৪০ বছর পূর্তিতে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের একতা হয়ে কাজ করার আহবান
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

এফডিসিতে গেলে মেরে লাশ গুম করা হবে’নায়িকাকে হুমকি-দৈনিক বাংলার অধিকার

হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি / ২০৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ

অভিনেত্রী পুষ্পিতা পপিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। গত ১৩ জুলাই চাঁদপুরের হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ডায়েরি নম্বর-৬৭০।

তবে কারা এই হুমকি দিয়েছেন বিষয়টি উল্লেখ করেননি। ডায়েরি অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাঙ্কু জামাই চলচ্চিত্রে শাকিব খানের প্রথম প্রেমিকা চরিত্রে অভিনয় করেন পুষ্পিতা পপি। তবে জাজ মাল্টিমিডিয়ার সুবাদে অভিনয় পা রাখেন পুষ্পিতা পপি। কিন্তু নায়িকা হিসেবে তার পথচলা শুরু হয় ‘আগে যদি জানতাম তুই হবি পর’ছবিতে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৪ সালে। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে পুষ্পিতার সহশিল্পী হিসেবে ছিলেন অভি, আরিয়ান শাহ।

ডায়েরির লিখিত বক্তব্য থেকে জানা যায়, পুষ্পিতা অভিনয় বাদ দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। গত ৩০ জুন চাঁদপুর কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কিছু লোক তার গাড়ির গতি রোধ করে।

এসময় তাকে বের হয়ে আসতে বলা হয়। তারা প্রাণনাশের হুমকি দিয়ে বলে, আর কখনও এফডিসিতে যাওয়া আসা করলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলা হবে। এরপর পুষ্পিতা চিৎকার দিলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা।

বিষয়টি নিয়ে পুষ্পিতা বলেন,এমন ঘটনর পর থেকে শঙ্কিত আমি। বুঝতে পারছিনা আমার সঙ্গে এমনটি কেনো ঘটল। আমি নিরাপত্ত চাই। ’

পুষ্পিতা পপি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এখন পর্যন্ত ১১ টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এবং সম্পূর্ন করেছেন ৮ টি সিনেমা। আর মুক্তি পেয়েছে ৭ টি সিনেমা।

২০১৯ সালের মে মাসেদ চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। সে সময় বলেছিলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন। অভিনয়ে থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এর পরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত নিই। ’

এছাড়াও ‘কখনও ভুলে যেও না’, ‘আগে যদি জানতাম তুই হবি পর’ ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। পুষ্পিতা পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’। সিনেমাটি ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!