|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২২
চাঁদপুর হাজীগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও মান্যবর জেলা প্রশাসক চাঁদপুর মহোদয়ের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে আজ ২০ জুলাই ২০২২ তারিখে হাজীগঞ্জ বাজার এলাকায় বাজার তদারকি করা হয়।
অভিযানে-
১. পপুলার ডায়াগনস্টিক সেন্টার - নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ১০,০০০/-
২. শ্রী কৃষ্ণ ডিপার্টমেন্টাল স্টোর- মূল্যা তালিকা না থাকায় ৪০০০/-
৩. আর এক্স মেডিসিন কর্ণার - মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ১০,০০০/-
৪. চিটাগং ফুড - মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ৪০০০/-
সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ২৮০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় ভোক্তাদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। সহযোগিতায় - এস আই নাজিম ও সঙ্গীয় ফোর্স, হাজীগঞ্জ মডেল থানা। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.