|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে রুসদী উচ্চবিদ্যালয়ের গভর্নিংবডি নির্বাচনে প্রার্থীতায় অনিয়ম ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২২
গভর্নিংবডি নির্বাচনে প্রার্থীতায় অনিয়ম ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ে গভর্নিং বডি নির্বাচনে প্রার্থীতায় অনিয়ম ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে অভিভাবকরা।২০জুলাই বুধবার বিকেল ৩টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ গেইটে এ বিক্ষোভ মিছিল করে।
উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সেচ্ছাচারিতা, জাল-জালিয়াতী ও একক নিয়ন্ত্রণের ফলে ভেস্তে যাচ্ছে বিদ্যালয়ের মূল শিক্ষাকার্যক্রম। শিক্ষার্থী হতে অতিরিক্ত ফি আদায়সহ আগামী ২৩ জুলাই আসন্ন অভিভাবক প্রতিনিধি নির্বাচনে-২০২২ অযোগ্যদের যোগ্য হিসেবে প্রমান করতে আশ্রয় নিয়েছেন একাধিক প্রতারনার। বিদ্যালয়ে সাবেক সভাপতি ও আসন্ন অভিভাবক প্রতিনিধি প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আওলাদ হোসেন প্রধান শিক্ষকের সার্বিক সহযোগিতায় অনৈতিক পদ্ধতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। আওলাদ হোসেনের শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী পাশ হলেও প্রধান শিক্ষকের যোগ সাজশে ভূয়া কাগজ যোগে তাকে গ্রাজুয়েট হিসেবে দেখান। দীর্ঘ সময় অনৈতিকভাবে দায়িত্ব পালন করলেও পুনরায় কিভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে পুনরায় নির্বাচনে প্রার্থী হচ্ছেন তা নিয়ে বিস্মিত সুশীল সমাজ। প্রতারনা ছাড়াও আওলাদ হোসেনের বিরুদ্ধে একাধিক ফৌজধারী মামলাসহ রয়েছে কর ফাকির অভিযোগ অন্য দিকে তার সন্তান ঢাকায় লেখা পড়া করলেও বিদ্যালয়ের কাগজ পত্রে রুসদির ছাত্র হিসেবে প্রদর্শন করা হয়। শিক্ষকের জাল জালিয়াতীর বিষয় নিয়ে বিগত ২৮ জুলাই/ ২১ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে ,শিক্ষা বোর্ড প্রধান শিক্ষক মিজানুরের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্হা গ্রহন করা হবে না ৭ কার্য দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান পূর্বক সাবেক সভাপতি এডঃ মোহাম্মদ আলীকে এডহক কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ করা করা হয়।আজীবন দাতা সদস্য হিসেবে বিদ্যালয়ে ২ লাখ টাকা আওলাদ প্রদান করলেও প্রধান শিক্ষক বিদ্যালয়ের কাগজ পত্রে ১ লাখ টাকা উল্লেখ করেন। অনেকে দাতা সদস্য হওয়ার আগ্রহ দেখালেও তাদের কে গ্রহন না করে নিজ ধারার ব্যক্তিদের দাতা সদস্য হিসেবে গ্রহন করেন।শিক্ষক প্রতিনিধি বাছাইয়ে সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে সহকারী শিক্ষীকা ফারজানা ইয়াসমিন কে মনোনিয়ত করলে প্রধান শিক্ষক তা বাতিল করে নিজের ইচ্ছামাফিক নুরুন নাহার কে মনোনিত করেন।আগামী ২৩ তারিখ ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন না করলে যে কোন সময় দীর্ঘ দিন জমাট বাধা বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরার সম্ভাবনাও রয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডে অভিযোগ হয়েছে। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.