|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লাকসাম জংশনে অবৈধ প্রায় ২০০ টিকিটসহ রেল কর্মকর্তা আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২২
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে অবৈধ প্রায় ২০০ টিকিটসহ রেল কর্মকর্তা জিয়াউর রহমান নামের এক বুকিং সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় লাকসাম রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মহিউদ্দিন মুকুল কাউন্টার থেকে টিকিটসহ জিয়াউর রহমান নামে এক রেল কর্মকর্তাকে আটক করেন।
রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর টিআই মহিউদ্দিন মুকুল জানান, কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিকিট মজুদ করেন বুকিং সহকারী জিয়াউর রহমান। প্রায় ২০০ টিকিটসহ আটকের পর তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে অভিযুক্ত বুকিং সহকারী জিয়াউর রহমান বলেন, 'এগুলো রিজেক্টেড টিকিট, কাউন্টারে জমা ছিল। আমাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে।'
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.