|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
তানোরে ইউএনও’র সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০২২
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পঙ্কজ চন্দ্র দেবনাথ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই বৃহস্পতিবার ভূমি ও গৃহহীন পরিবারের উপকারভোগীদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষে ২০ জুলাই বুধবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সহসভাপতি আব্দুস সবুর, সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক সারোয়ার হোসেন, তানোর রিপোটার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর প্রেসক্লাবের সম্পাদক টিপু সুলতান ও সোহেল রানাপ্রমুখ। সংবাদ সম্মেলনে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন রাজশাহী তানোর উপজেলায় ১ম ধাপে ৫৭টি, ২য় ধাপে ১০৫টি ও ৩য় ধাপে ১৬১টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান করা হয়েছে এবং চলমান রয়েছে। জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন (ইউপি) থেকে বহু সংখ্যক আবেদন পড়েছে। সরেজমিন তদন্ত সাপেক্ষে এদের মধ্যে থেকে প্রকৃত গৃহ ও ভূমিহীন পরিবারের উপকারভোগীদের মাঝে জমিসহ ঘরের চাবি তুলে দেয়া হচ্ছে।
এদিকে একই দিন সমাজকল্যান মন্ত্রণালয়ের সহায়তায় স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ২৪ জন অসহায়-অসুস্থ ও গরীব ছাত্র-
ছাত্রীদের মাঝে অনুদানের ৬১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.