|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কেন্দ্রীয় সাধুসংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংঙ্গীত।-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২২
[video width="640" height="368" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/07/received_463939342159769.mp4"][/video]
টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ আনন্দ উপলক্ষে লালন গীতি সংঘঠনের সভাপতি আল কামাল রতন মাষ্টারের সভাপতিত্বে শ্যামল শাহার পরিচালনায় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয়ে রাত এগারোটায় শেষ হয়েছে।
গত সোমবার বিকাল সাড়ে পাঁচটায় সাধুর ধামে বাউল,ফকির,সাধু , পীর মাশায়েক, গোশাই, পাগল, লালন ভক্তরা ঈদ আনন্দে যোগ দেয়।
সভায় আলোকিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোহাম্মদ এরশাদ হাসান, উজ্জ্বল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাউল শিল্পী সস্থার সাধারণ সম্পাদক লালন গভেষক সরদার হিরক রাজা, কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা এ্যাডঃ পল্টন দত্ত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলা টেলিভিশনের শাহ সিমেন্ট নির্মান তারকা সাধু বনস্পতির মজুমদার , রেডিও টেলিভিশনের নিয়মিত শিল্পী খোকন, কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম কালিহাতি প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, কেন্দ্রীয় সাধুসংঘের সাবেক সভাপতি বাবু হরিমোহন পাল ও সাবেক সম্পাদক রেজাউল করিম তালুকদার, কেন্দ্রীয় সাধুসংঘের সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক ছোবান তালুকদার, সাধু বিজন ভট্টাচার্য, সাধু স্ত্রীদাম ভৌমিক,সাধু গবিন্দ গোসাই, প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.