মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীর আরও ৬৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জে’লা প্রশাসক আবু কায়সার খান এ তথ্য জানান।
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- অ’তিরিক্ত জে’লা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, অ’তিরিক্তি জে’লা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজে’লা নির্বাহী অফিসার মা’র্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজে’লা নির্বাহী অফিসার জাকির হোসেন, এনডিসি সাইফুল হুদা, সহকারী কমিশনার বিপুল শিকদারসহ রাজবাড়ীর কর্ম’রত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজে’লায় ৪৫টি, পাংশায় ২০০, কালুখালীতে ১২ বালিয়াকান্দিতে ২২০, গোয়ালন্দে ১৬৯টি মোট ৬৪৬টি ঘর উপকারভোগীরা পাবেন।