|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর সমাধিতে ভিয়েতনামের রাষ্ট্রদূতের শ্রদ্ধা–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযু’ক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত সিয়েন।
সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুসহ মুক্তিযু’দ্ধে নিহত সব শহিদের আত্মা’র শান্তি কামনা করে প্রার্থনা করেন।
এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূতের স্ত্রী’ মিসেস ফাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মক’র্তা মি. এ্যান, বরিশালের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বাংলাদেশ ভিয়েতনাম চেম্বার অব কমা’র্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, পরিচালক সাইফুল ইসলাম টিপু, টুঙ্গিপাড়া উপজে’লা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া থা’নার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত সিয়েন বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.