|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবের ভয়াবহ অগ্নিকান্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২২
মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে শুক্রবার (১৬ জুলাই) রাত আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একই বাড়ীর ৯ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে পরিবার গুলোর মাথা গোজার ঠাই নেই। কাপড় ছোপর সহ সবকিছুই ভয়াবহ আগুনে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটায় ওই গ্রামের কালু পাটোয়ারীর ছেলে মোঃ আলিম উদ্দিন পাটোয়ারীর বসত ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান,
কিন্তু মুহূর্তের মধ্যেই ইসমাইল মিয়াজী, মোঃ আনিস মিয়াজীর বসত ঘর ও মৃত শাহাজ উদ্দিন পাটোয়ারীর ছেলে মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী,মোঃ আবু পাটোয়ারী, মোঃ আইয়ুব আলী পাটোয়ারী, আরিফ পাটোয়ারী, শরীফ পাটোয়ারী ও মনির পাটোয়ারীর বসত ঘরে আগুনের শিখা ছড়িয়ে পড়ে।
এলাকার বাসি যানাশ বিভিন্ন মসজিদের মাইকের করা হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।
আগুন লাগার খবর শুনে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর চাঁদপুর থেকেও ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকান্ডস্থলে পৌছায় ।স্থানীয় লোকজন জনান,এলাবাসী ও ফায়ারসার্ভিসের সর্বাত্বক সহযোগিতার কারনে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
তা না হলে ঐ বাড়ীর একটি ঘরও রক্ষা করা সম্ভ হতো না। দিনের প্রখর তাপমাত্রা বেশী হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুনের তাপ ও শিখায় ৯ টি বসত ঘর পুরোপুরি পুড়ে যায়।
উপাদী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া সাংবাদিকদের জানান,অগ্নিকাণ্ডে যেসব ঘরগুলো পুড়ে গেছে তাদের মধ্যে দুটি মালিক পুরোনো ব্যবসায়ী। তাদের ক্ষতি সবচেয়ে বেশী হয়েছে বলে জানান।
এবং বাকী ৭ টির ঘরের মধ্যে কেউ সিএনজি চালক, কেউ অটো চালক এবং কেউ দিনমজুরের কাজ করেন।তারা অনেকেই বিভিন্ন এনজিও থেকে ঋণ উত্তোলন করে দিনমজুরের কাজ করে আসছেন এমন অবস্থায় তাদের মধ্যে ঋণের আতংক বিরাজমান।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়,এসময় আগুনে পুরে যায় ২জন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র ও জেএসসি পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.