|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কটিয়াদীতে তেলবাহী ট্যাংকারের সাথে সি.এন.জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২২
কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় তেলবাহী ট্যাংকারের সাথে সি.এন.জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ শাকিব মিয়া (২২) নামে এক জন নিহত হয়েছে। এবং সি.এন.জি চালক সহ গুরুতর আহত হয়েছে ৪ জন। নিহত মোঃ শাকিব মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
রবিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদ সংলগ্নে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভৈরব থেকে আসা তেলবাহী ট্যাংকারের সাথে বিপরীত দিক থেকে আসা সি.এন.জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে ঘটনাস্থলেই মোঃ শাকিব মিয়া নিহত হয় এবং সি.এন.জি চালক সহ গুরুতর আহত হয় ৪ জন। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। এই ঘটনায় তেলবাহী ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে তেলবাহী ট্যাংকারের চালক ও হেলপারকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.