|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
আখাউড়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশ সুপার জনাব মোঃ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশ মোতাবেক,অফিসার ইনচার্জ, আখাউড়া থানা মহোদয়ের সার্বিক নির্দেশনায় ২০২১ সালের এপ্রিলে খালাজুড়া বিলে সংঘটিত আসামী আটোরিক্সাচালক হিরন মিয়া নামে খুন হওয়া মামলার অন্যতম প্রধান আসামী রাশেদ মিয়া (৩০),কে অদ্য বিকেলে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে একটি টিম গ্রেপ্তার করে। সে রামধননগর গ্রামের আবদুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে উল্লেখিত হত্যা মামলা ছাড়াও ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ মোট ৪টি মামলার আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থানায় পেন্ডিং ছিল। হিরন মিয়া হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। উক্ত আসামীর বিরুদ্ধে আদালতে ২টি মাদক আইনের মামলা, এবং ১টি ডাকাতির প্রস্তুির মামলা ও ১টি খুনের মামলা বিচারাধীন রয়েছে।
একই টিম দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জিআর ২৩৪/২০২০ (মাদক) মামলায় ২ বছরের সাজা প্রজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল (২৮),কে। দূর্গাপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। তাহার বিরুদ্ধে আদালতে ৫টি মাদক মামলা বিচারাধীন আছে।
এদিকে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে অপর একটি টিম নারী ও শিশু নির্যাতন মামলার আসামী রাহেলা বেগম (৪৮) স্বামী-মৃত আঃ করিম, সাং- জয়পুরমুড়া, মনিয়ান্দ, আসামী কে গ্রেপ্তারী পরোয়ানা মূলে গ্রেপ্তার করে অদ্য আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি তদন্ত সঞ্জয় কুমার সরকার বলেন গ্রেপ্তারকৃত সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.