|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২২
শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
শ্রীনগর সদরে ঐতিহ্য বাহী স্বনামধন্য বিদ্যাপীঠ শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের বহুল প্রত্যাশিত স্কুল ও কলেজ শাখার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
(১৬জুলাাই)শনিবার শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০ দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সদস্য( কলেজ শাখার)নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গোলাম হোসেন ও মোঃ কফিল উদ্দিন দুইজন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।
সাধারণ অভিভাবক সদস্য পদে ফেরদৌস আহমেদ ০১নং ব্যালটে ৫৩২ ভোট ও জিল্লুর রহমান ০৪নং ব্যালটে ৬৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়।অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনে সোমা রানী দাস ০২ নং ব্যালটে ৬৭২ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের নির্বাচনে প্রিজাইডিং অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন বলেন,সুন্দর পরিবেশে নির্বাচন সুষ্ঠু হয়েছে।এই প্রতিষ্ঠানের স্বার্থে বিজয়ী প্রতিনিধিগণ কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে আমি আশা বাদী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.