লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে গাইনী ডাক্তার শংকর কুমার বশাকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের উপশম হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই সন্তানের জননী মুক্তা আক্তার (২৫) রায়পুর উপজেলা চর মোহনা চকিদার বাড়ির সোহেলের স্ত্রী। নিহতের পরিবার জানায়, মুক্তা আক্তারের ব্যাথা উঠলে তাকে ডাক্তারের পরামর্শে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপশম হাসপতালে ভর্তি করানো হয়। বিকাল ৪টায় তার সিজার করার কথা। কিন্তু ডাক্তার শংকর কুমার বশাক বিকালে প্রাইভেট চেম্বারে রুগি দেখায় ব্যস্ত থাকায় রাতে সিজার করবেন বলে জানায়। রাত সাড়ে নয়টার দিকে প্রসূতিকে সম্পূর্ন সুস্থ অবস্থায় অপারেশান থিয়েটারে নেওয়া হয়। এর কিছুক্ষন পরে নার্স এসে জানায় হঠাৎ রুগী (মুক্তা আক্তার) অজ্ঞান হয়ে পরে। তাকে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার কথা বলে এ্যাম্বুলেন্সে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঐ অবস্থায় মুক্তাকে সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, ডাক্তারের অবহেলায় ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করেন নিহতের পরিবার। অভিযুক্ত ডাক্তার শংকর কুমার বশাক নিজেকে নির্দোষ দাবী করে বলেন, রুগির অবস্থা ভাল ছিল না। আইসিইউ ছাড়া এই রুগির অপারেশন সম্ভব নয় বিধায় দ্রুত অন্য হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শহর ফাড়িঁ থানা পুলিশ। বাদীর অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।