|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে চোরাইকৃত চাল, প্যাডেল চালিত ভ্যান সহ চোর কি গ্রেফতার করল পুলিশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুলাই, ২০২২
১৩ ই জুলাই বুধবার সকাল ১০ঃ৩৫ মিনিটে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে থানার উপ-পরিদর্শক হরিদাস বর্মনের নেতৃত্বে বিরামপুর পৌরসভার দোয়েল স্টুডিও মোড় এর সামনের থেকে চোরাই মালামাল(০৬ বস্তা চাল ও প্যাডেল চালিত ভ্যানগাড়ি) সহ চোরকে আটক করতে সক্ষম হয় ।
ঘটনার সক্ষিপ্ত বিবরণী জানাযায়, মামলার বাদি মোঃ আনোয়ার হোসেন মিঞা (৬৬),(জাতীয় পরিচয় পত্র নং-২৭২১০০৫৮৭১৯০২), পিতা-মৃত তোফাজ্জল হোসেন মিঞা, সাং-হোসেনপুর ঘাটপাড় (৫নং ওয়ার্ড বিরামপুর পৌরসভা), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, জানান যে, বিরামপুর পৌরসভাধীন ৫নং ওয়ার্ডস্থ হোসেনপুর ঘাটপাড় গ্রামে বিরামপুর টু ফুলবাড়ী গামী মহাসড়কের পূর্ব পার্শ্বে তাহার বাসা সংলগ্ন তাহার মালিকানাধীন “মের্সাস আনোয়ার ইন্ডাস্ট্রিস হাসর্কি মিল” নামক একটি রাইচ মিল আছে। বাদির উক্ত মিল চাতালে বিভিন্ন লোকজন ধান নিয়ে আসিলে তাহার চাতালের শ্রমিকগন তা চাউল করিয়া দিত। বাদি থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, উক্ত রাইচ মিলের ম্যানেজার মোঃ নওয়াব আলী(৫৫), পিতা-মৃত সামির উদ্দিন, সাং-টাটকপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরসহ অন্যান্য শ্রমিকগন প্রতিদিনের ন্যায় বাদিকে বলিয়া উক্ত “মের্সাস আনোয়ার ইন্ডাস্ট্রিস হাস্কিং মিল” নামক মিল চাতালটি ইং-১২/০৭/২০২২ তারিখ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় বন্ধ করে চলিয়া যায়। ইং-১৩/০৭/২০২২ তারিখ অনুমান রাত্রী ০৪.৩০ ঘটিকার সময় ঘুম হইতে উঠিয়া বাদির মিল চাতালে টর্চ লাইট দিয়ে দেখেন যে, তাহার উক্ত মিল চাতালের গোডাইনের মূল দরজা খোলা। বাদির ডাক চিৎকারে পার্শ্ববর্তী দোকানদার সাক্ষী ১। শ্রী বিকাশ শর্মা(২৮), পিতা-শ্রী সুকুমার শর্মা, সাং-ঈদগা আবাসিক এলাকায়(৫নং ওয়ার্ড বিরামপুর পৌরসভা),২। মোঃ সুমন (২৮), পিতা-মোঃ মকিম আলী, সাং-দাসআরা,উভয় থানা-বিরামপুর,জেলা-দিনাজপুরদ্বয়সহ আরো অনেকে সাথে নিয়ে বাদি তাহার “মের্সাস আনোয়ার ইন্ডাস্ট্রিস হাস্কিং মিল” এর ভিতর প্রবেশ করিয়া দেখেন যে, তাহার উক্ত মিল চাতালের গুদাম ঘরের তালা ভাঙ্গা এবং উক্ত ঘরে থাকা চালের বস্তা গুলো এলোমেলো ভাবে বিভিন্ন জায়গায় পরিয়া আছে এবং বাদির চাতালের কাজে ব্যবহৃত প্যাডেল চালিত ভ্যানটি নাই। বাদিসহ উপস্থিত সাক্ষীদ্বয় আরো অনেকেই এলোমেলো বস্তাগুলো গোছাইতে গিয়া দেখিতে পান যে, ০৬(ছয়) বস্তা চাল ও প্যাডেল চালিত ভ্যানগাড়িটি নাই। বাদির ধারনা যে, ইং-১২/০৭/২০২২তারিখ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকা হইতে ইং-১৩/০৭/২০২২ তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা তাহার “মের্সাস আনোয়ার ইন্ডাস্ট্রিস হাস্কিং মিল” এর গুদাম ঘরের তালা কাটিয়া ভিতরে প্রবেশ করে এবং বর্ণিত মালামাল গুলি চুরি করে নিয়ে যায়।
মালামালের বর্ণনাঃ
১। ০৬(ছয়) বন্তা চাউল, যাহা প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট চাউল (৫০ী০৬)=৩০০ (তিনশত) কেজি চাউল, যাহার মূল্য-১৫,০০০/-টাকা।
২। একটি প্যাডেল চালিত ভ্যান মূল্য-১২,০০০/-টাকা।
বিরামপুর থানা পুলিশ বাদীর এর অভিযোগ প্রাপ্ত হইয়া বিরামপুর থানার মামলা নং-০৯, জিআর-১৩৬/২২, তারিখ-১৩/০৭/২০২২ ইং ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০;;রুজু করতঃ তদন্তভার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) হরিদাস এর উপর অর্পন করা হয়। সূ্ত্রে উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/হরিদাস বর্মন উক্ত মামলা সংক্রান্তে সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আঃ আলিম২৭), পিতা- মোঃ মুনছের আলী, সাং- চকপাড়া, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরকে ১৩/০৭/২০২২ খ্রিঃ চোরাই মালামাল(০৬ বস্তা চাল ও প্যাডেল চালিত ভ্যানগাড়ি)সহ বিরামপুর পৌরসভার দোয়েল মোড় এর দোয়েল স্টুডিও এর সামনে বিরামপুর টু ফুলবাড়ি গামী মহাসড়কের উপর গ্রেফতার করিয়া উক্ত আলামত জব্দ তালিকা মূলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেন। জব্দকৃত আলামত থানা মালখানায় জমা রাখিয়া ধৃত আসামীকে বিধিমত বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.