এফ.এ.মানিক (ফরিদগঞ্জ প্রতিনিধি)
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার তিন গর্বিত কৃতি সন্তান ওয়ালিউল্লাহ নওজোয়ান,নুরুজ্জামান ভূঁইয়া ও আইয়ুব আলী খানের নামে রায়পুর-চাঁদপুর সড়কের ফরিদগঞ্জ টি.এনটি মোড়ে স্থাপিত ওনুআ স্মৃতি ভাস্কর্যের চারপাশে পরগাছা অপ্রয়োজনীয়' উদ্ভিদ ও রাস্তার ধুলাবালি পড়ে অযত্নে-অবহেলায় পড়েছিল।
বিষয়টি কলাবাগান বাজারের পরিচালক এ হাবিব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবীবের চোখে পড়লে নিজ খরচে ও স্ব উদ্যোগে দ্বিতীয়বারের মতো ভাস্কর্যটি পরিষ্কার করে সৌন্দর্য ফিরিয়ে দিলেন আহসান হাবিব।
এর আগে ১ লা অক্টোবর ২০২১ সালে আহসান হাবিব নিজ খরচ ও স্ব উদ্যোগে ভাস্কর্যটি পরিষ্কার করিয়ে দেন।
এ বিষয়ে আহসান হাবীব বলেন,আমার উপজেলার গর্বিত ৩ কৃতি সন্তানের নামে স্থাপিত ওনুআ ভাস্কর্যটি অবহেলায় অযত্নে পড়ে থাকতে দেখে,বিষয়টি আমাকে ব্যথিত করেছে, তাই স্ব উদ্যোগে দ্বিতীয়বারের মতো পরিষ্কারের কাজ করে দিলাম।