আড়িয়াল বিলে রক্তের বন্ধনে বিক্রমপুর(RBB)এর
আনন্দ নৌ ভ্রমন
মুন্সীগঞ্জ,শ্রীনগর,দোহার ও নবাবগঞ্জে অর্ন্তগত এই নৈসর্গিক আড়িয়াল বিল।ভরা বর্ষায় পানিতে টইটুম্বর, চারদিকে ধু ধু পানি আর পানি। ভাসমান শাপলাফুল আর কচুরীপানা আর দূরে কোথাও দেখা যায় ছোট কুশা বা ডিঙ্গি নাও আর যেদিকে চোখ যায় মন ভরে যায়।আর এই সৌন্দর্য উপভোগ করতে আসে হাজারো ভ্রমনপিয়াসু।
প্রকৃতির ভালোবাসার টানে আড়িয়াল বিলে ভরা বর্ষায় নৌ ভ্রমণে রক্তের বন্ধনে বিক্রমপুর(RBB) একটি সেচ্ছাসেবী সংগঠন।আনন্দ ও উৎসব মূখর পরিবেশে সংগঠননের সাথে জরিত শতাধিক ভ্রমনপিয়াসু এই আনন্দ নৌভ্রমণে অংশগ্রহণ করেন।
(১২ জুলাই)মঙ্গলবার ঈদের আনন্দকে দ্বিগুন করতে বন্ধুদের সাথে একত্র হতে ও( RBB) সংগঠনকে বেগবান করতে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে সারাদিনব্যাপি এই আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়।মনোরম পরিবেশে সাগরদিঘীর পাড়ে রান্না করাটাই যেন এক মহাআনন্দের বিষয়।বিলের চারিদিকে অথৈ পানি সাগরদিঘীর পাড়ে সারি সারি গাছ পাখির কলকাকলীতে একাকার।তারই মাঝে রান্না শেষে প্রীতিভোজ।রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB) সংগঠনের "ঈদ আনন্দ নৌকা ভ্রমন" আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন,
মোঃওমার ফারুক ( যুগ্ম আহবায়ক),মোঃ রাকিব হোসেন(আহবায়ক),অর্ণব হাসান শুভ (সদস্য সচিব),
আরিয়ান ইসলাম বিপুল (যুগ্ন আহবায়ক),মোঃ রাহাত হোসাইন(যুগ্ন আহবায়ক),মোঃ নাসিম হাবিব (সদস্য)
এবং RBB সংগঠনের পক্ষ থেকে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুল্লাহ্ জামান আদিত্য চৌধুরী (উপদেষ্টা) বিক্রমপুর রক্তদান সংস্থা,
মোঃ ইমরান আরিফিন (সভাপতি) টংগিবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থা,
কে এম সবুজ আহমেদ(সভাপতি) বিক্রমপুর রক্তদান সংস্থা,
মোঃ জাহিদ হাসান(প্রতিষ্ঠাতা) Helping Hand Social Foundation,রিয়া মনি (সাস্থ্য বিষয়ক সম্পাদিকা) বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন,
মোঃ জীবন (দপ্তর সম্পাদক) আদর্শ রক্তদান সংস্থা মুন্সীগঞ্জ,সোহেল আহমেদ আরফু (প্রতিষ্ঠাতা) ঘাঁস ফড়িং ব্লাড ব্যাংক,মোঃ রাহাত(সাধারন সম্পাদক) টংগিবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থা।