|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আটপাড়ায় ফেইসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে ইউপি সদস্যকে হুমকি
প্রকাশের তারিখঃ ১৩ জুলাই, ২০২২
আটপাড়ায় ফেইসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে ইউপি সদস্যকে হুমকি
শ্রীনগরে ফেইসবুকে আপত্তিকর মন্তব্যের জের ধরে এক ইউপি সদস্যকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
গত(১২ জুলাই) মঙ্গলবার উপজেলার আটপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তারাটিয়া এলাকায় মহসিনের দোকানের সামনে এই হুমকির ঘটনা ঘটে। এই ব্যাপারে ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খান মিন্টু বাদী হয়ে মোঃ শাহাদাত হোসেন মোড়ল(৪২)কে বিবাদী করে থানায় একটি অভিযোগ দিলে শ্রীনগর থানার সাধারন ডায়রী নং-৪৩২(০৭)২২ রেকর্ড হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাড়ৈগাঁও এলাকার মৃত ইসাহাক মোড়লের ছেলে শাহাদাত মোড়লের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিউ বিডি নামক আইডি থেকে কে বা কাহারা তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে। এই নিয়ে ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খান মিন্টুকে সন্দেহ করে ঘটনার দিন মঙ্গলবার শাহাদাত মোড়ল ইউপি সদস্যকে তার নিজ বাড়ীর সামনে মহসিনের দোকানে চা পান অবস্থায় পেয়ে হুমকি দিয়ে বলে যে, তাকে মারধর করবে এবং কিভাবে এলাকায় বসবাস করে সেটাও দেখে নিবে বলে হুমকি প্রদর্শণ করে। এসময় পাশ্ববর্তী স্থানীয় মোয়াজ্জেম, সোহেল, রফিক ও রনিসহ আরো লোকজন এগিয়ে আসলে শাহাদাত মোড়ল চলে যায়।
এব্যাপারে অভিযুক্ত শাহাদাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন ইউপি সদস্যকে হুমকি দেই না। আমি তার সাথে কথা বলেছি শুধু।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন রানা বলেন, এই ঘটনার ব্যাপারে আমার ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত কোন কিছু জানায়নি। শাহাদাত আমার সহকর্মী মিন্টু মেম্বারকে হুমকি দেয়ার পর তিনি আমাকে ঘটনা সর্ম্পকে অবগত করেন। শাহাদাত হোসেন কোন রানিং ইউপি সদস্যকে হুমকি দিতে পারে না।
আটপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে নিয়ে আজ বিকেলে বসে বিষয়টি মীমাংসা করার জন্য বসবো।
এ বিষয়ে শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এস/আই) মোঃ মাসুদ বলেন, এব্যাপারে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.