|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য পরাজিত ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মো. হাতেম আলী ভিজিএফ চাল আটকের নাটক করেছে। উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন কাজল সোমবার (১১ জুলাই) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ৯ই জুলাই হেমগঞ্জ বাজারে খোলা বস্তায় কিছু চাল বিগত ইউপি নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারমান পদে নির্বাচন করে পরাজিত প্রার্থী হাতেম আলী, তার ২পুত্রকে সাথে নিয়ে পরিষদ বারান্দায় কিছু চাউল আটক করে আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার করে সরকারের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন করেছে। কিছু ফেসবুক ও অনলাইন সংবাদপত্রে মিথ্যা প্রচারনা চালায়।
প্রকৃত পক্ষে ৩নং নান্দাইল ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত ভিজিএফ চাল ইউপি সদস্যদের সাথে নিযে ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ সম্পন্ন করেছি। বর্তমানে অবিতরনকৃত চাল পরিষদ গোডাউনে সংরক্ষিত আছে। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন কাজল জানান, তিনি হাতেম আলীর নামে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৩৯৭, তারিখ- ১০/০৭/২০২২। সাংবাদিক সম্মেলনে তিনি হাতেম আলীকে নান্দাইল ইউনিয়ন আ’লীগের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি দাবী জানান। সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.