|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনেস্টবল শাহিন আলম নিহত ও তার স্ত্রী শিপন বেগম আহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২২
নওগাঁয় দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৪০) নামে এক পুলিশ কনেস্টবল নিহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬ টারদিকে নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায়।
এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী শিপন বেগম।
নিহত পুলিশ কনেস্টবল শাহিন আলম নওগাঁর রাণীনগর উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসাবে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত শাহিন পুলিশ কনেস্টবল। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঈদের দিন বিকালে শাহিন আলম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রাণীনগর থেকে বোনের বাড়িতে বান্দাইখাড়ায় কুরবানীর মাংস নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাইয়ের দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি মোটরসাইকেল শাহিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়।
স্থানিয় লোকজন খবর দিলে, দ্রুত রাণীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনাস্থলে পৌছে শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার আহত স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন বলেও জানান ওসি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.