|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রথ যাত্রা উৎসব উপলক্ষে গোয়ানারা গোবিন্দ পুরে মা তারা বাউল গানের শুভ সূচনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শেষ হলো-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২২
কোলকাতায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে।
[video width="352" height="640" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/07/VID-20220710-WA0008.mp4"][/video]
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে সনাতন ধর্মালম্বীরা।আর সেই উল্টো রথ যাত্রা উৎসব উপলক্ষে এদিন মাথুর অঞ্চল গয়ানারা গোবিন্দ পুরে মা তারা বাউল গানের শুভ উদ্বোধনের সাথে ও গুণীজনদের সম্মাননা প্রদান সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হলো এদিন।
[video width="352" height="640" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/07/VID-20220710-WA0014.mp4"][/video]
উপস্থিত ছিলেন মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেব্রত খাড়া ,মা তারা বাউল গানের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি, মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র, মানিক পুরকাইত,পাপিয়া দাসী,রিয়া দাসী,পলাশ সহ সকল শিল্পী রা।
[video width="352" height="640" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/07/VID-20220710-WA0021.mp4"][/video]
কার্তিক গাঙ্গুলি বলেন
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। এর ৮ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, ৮ দিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়, একে বলে ‘উল্টো রথ’। আর সেই শেষ দিনে উল্টো রথ যাত্রা উৎসব উপলক্ষে এদিন সকল যাত্রা সঙ্গীত শিল্পী দের সংবর্ধনা এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.