পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের পরিমাণ কমেছে। গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৯ হাজার ৭৯৩টি যানবাহন পারাপার হয়েছে। রবিবার (১০ জুন) এসব তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।
তিনি জানান, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। গতকাল শনিবার সর্বাধিক ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় ১৯ হাজার ৭৯৩টি যানবাহন পারাপার হয়েছে।
এর আগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে। এদিন ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়। এটি এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। গত ২৬শে জুন চালুর পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত ১লা জুলাই। সেদিন ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয় সেতুতে। ওই দিন পদ্মা সেতু পাড়ি দেয়া গাড়ির সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।