|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও গড়েয়ায় দূর্লভ প্রজাতির রেড কোরাল উদ্ধার
প্রকাশের তারিখঃ ৮ জুলাই, ২০২২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে দুর্লভ প্রজাতির রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গড়েয়া বাজার এলাকা থেকে মৃত সাপটি উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, রাতে গড়েয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মামুনুর রশীদ মিলটন নামে স্থানীয় এক যুবক। রাস্তার পাশেই কিছু ছেলেকে একটি সাপ মারতে দেখে সে ঘটনাস্থলে ছুটে যেতেই সাপটির মাথায় ও শরীরে আঘাত করে তারা। এতে সাপটি মারা যায়। মিলটন সরকার বলেন, স্থানীয়রা বুঝতে না পেরে আতঙ্কে সাপটিকে আঘাত করে। গড়েয়া ইউপি চেয়ারম্যান রইসউদ্দিন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগের ঠাকুরগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিউল আলম মন্ডল বলেন, বিষয়টি কেউ জানায়নি। যদি জীবিত থাকা অবস্থায় আমাদের জানানো হতো, তাহলে আমরা তাৎণিক গিয়ে সাপটিকে উদ্ধার করতে সম হতাম। যেহেতু মেরে ফেলা হয়েছে এখন আর কিছু করার নেই। তবে এ ধরণের সাপ ভবিষ্যতে দেখলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.