|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মশ্বিমনগরের ভিজিডির চাউল বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আবুল হোসেন বলেছেন, বাংলাদেশ এক সময় গরীবের দেশ ছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। আজ বাংলাদেশর ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্বচ্ছল অসহায় ও গরীব মানুষের মাঝে ভিজিডির চাউল বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত একটি দেশ উপহার দিতে চায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। বাংলাদেশকে বিশ্বের দরবারে সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা মাস্টার নির্মল মন্ডল, আওয়ামী লীগ নেতা আবু হাসান, ইউপি সদস্য আজব আলী গাজী, ইসলাম গাজী, আবু হাসান সানা, সনৎ দত্ত, আসাদুজ্জামান আসাদ, ইমদাদুল হক শিয়াব, সরোয়ার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.