|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশে অটো ইন্ডাস্ট্রির কাজ এর উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২২
চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দেশে প্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টিল স্ট্রাকচার ইরেকসন কাজ দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সামাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কামরুল ইসলাম খান।বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর সহকারী প্রকল্প ব্যবস্থাপক আমজাদ হোসেন, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক হাসিবুল হাসান, এজিএম (ফিন্যান্স) মোহাম্মদ সেলিম, ম্যানেজার জয়ন্ত সরকার, ই পি ই সি স্টীল বিল্ডিং লিমিটেডের ব্যবস্থাপক এসএম শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর এজিএম, আর ই বই মো. শাহজালাল, ইপিইসি স্টিল বিল্ডিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন, রোহান পাওয়ার অ্যান্ড ইন্জিনিয়ারিংয়ের জিএম মাজহারুল কবীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে পরিবেশ যখন দূষণের শেষ পর্যায়ে, তখন বিশ্বে বিভিন্ন উন্নত দেশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে সর্বপ্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশি ব্র্যান্ড নামে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবেন বলে আশা প্রকাশ করে এটাও বলেন, আগামীতে বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন ভাবে চিনবে এ গাড়ি উৎপাদনের মধ্যে দিয়ে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.