|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর কলেজ রোডে সড়ক দূর্ঘটনা আহত ৫-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর কলেজ রোডে একটি কর্ভাড ভ্যানের ধাক্কায় হাইএক্স (মাইক্রো) গাড়ি উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনায় গাড়ির চালকসহ ০৫ জন যাত্রী আহত হয়।
রবিবার সকালে ১০টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলা ভবেরচর কলেজ রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, কুমিল্লা জেলা মেঘনা থানা লক্ষীপুর গ্রামের, আমান উল্লাহ (৬৫) কাউসার মিয়া (২৫), চান বাদশা (৩০) ছালাম মিয়া (২৭), গাড়ি চালাক জাহিদ হাসান (৩০) ।
স্থানীয় সুত্রে জানা যায়, কুমিল্লা গামী একটি হাই এক্স মাইক্রো গাড়ি কে ওভারটে করার সময় একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় হাইসে চালকসহ অন্তত ০৫ জন যাত্রী আহত হয়।
আহতদের ডাক চিৎকারে আওয়াজ শুনে এলাকাবাসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী আমান উল্লাহ বলেন, মেঘনা থানা লক্ষ্মীপুর এলাকা থেকে কুমিল্লাগামী একটি পারিবারিক অনুষ্ঠানে উদ্দেশে ছেড়ে যাওয়া হাইএক্স মাইক্রো গাড়িটি গজারিয়া ভবেরচর কলেজ রোডে এলাকায় পৌঁছে। এ সময় গাড়টির সামনে থাকা কভারভ্যান চালক ওভারটেক করতে যান। ওভারটেক করতে গিয়ে গাড়িকে ধাক্কা দিলে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ হারিয়ে হাইএক্স (মাইক্রো)গাড়িটি খাদে পড়ে যায়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত হাইএক্স (মাইক্রো)গাড়ি টি উদ্ধার করা হয়, কর্ভাড ভ্যানটি কে আটক করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.