|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন একরামুল হক
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২২
জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন একরামুল হক
বাংলাদেশ শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হককে,গতকাল শনিবার সিঙ্গাপুর শ্রমিক লীগের নেতাকর্মীদের এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জাননা সংগঠনের সভাপতি রেজাউল করিম।
জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন বাদল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে সিঙ্গাপুরে আর ফিরে না যাওয়ার সিদ্ধান্তে জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে বগুড়ার কৃতি সন্তান জনাব মোঃ একরামুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় একরামুল হক দীর্ঘ দিন থেকে সিঙ্গাপুরে কর্মরত এবং শ্রমিক লীগের শুরু থেকে সংগঠনের সাথে যুক্ত থেকে সংগঠনের জন্য কাজ করছেন বলে জানন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে একরামুল হক জানান আমি বাংলাদেশে থাকা অবস্থায় ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং কর্মজীবনে প্রবাসে চলে আসায় এখানে সিঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের কমিটির সাথে যুক্ত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম বর্তমানে আমার উপর সিঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততার সাথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে পালন করার চেষ্টা করব আমি আমার সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রতি আস্থা রেখে আমাকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে সকলের প্রতি দোয়া কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.