|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর হাজী মহসিন রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২২
চাঁদপুর নতুন বাজার হাজী মহসিন রোড,পালের বাজারে
বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক সদর উপজেলার হাজী মহসিন রোডে এবং পাল বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
[video width="368" height="656" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2022/07/received_1034239500815739.mp4"][/video]
এসময় নূর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার, খাবার হোটেলে এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকি করার জন্য জনগণের কথা চিন্তা করে আজ এই অভিযান,এবং এ অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাল বাজারের দুটি প্রতিষ্ঠান মেসার্স খান স্টোরকে ৫০০০/- এবং মেসার্স হাফেজ স্টোরকে ৫০০০/- জরিমানা করা হয়েছে।
হাজী মহসিন রোড এলাকা থেকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া করার দায়ে এবং খাবারে তেলাপোকা পাওয়ায় হোটেল আল ইমরানকে ১০,০০০/- জরিমানা করা হয়।
একই এলাকায় নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টারকে ১০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সব মিলিয়ে সর্বমোট মোট ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায়
৩০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়,উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।
সহযোগিতায় ছিলেন ক্যাব,চাঁদপুর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.