|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য সার ও বীজ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০০০ জন প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনাব এডভোকেট নুরুল আমিন (রুহুল) এমপি, চাঁদপুর-২ আসনের মাননীয় সাংসদ ও সদস্য, ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি,বাংলাদেশ জাতীয় সংসদ।
এবছর ১০০০ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ০৫ কেজি উফসি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল হাসান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ সালাউদ্দিন, এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব পাভেল খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহিনা আক্তার, ফরজিকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাবেক ছাত্র নেতা জনাব মানিক, মতলব উত্তর উপজেলা কৃষকলীগ এর সাধারন সম্পাদক জনাব জিএম ফারুক, এছাড়া কৃষকদের পক্ষে কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা এর প্রতিষ্ঠাতা মোঃ আতাউর রহমান সরকার কৃষকদের সমস্যা সমূহ বিশেষ করে জলবদ্ধতা নিরসনের জন্য কর্মপরিকল্পনা বৃদ্ধি, নিষ্কাশন খাল পুর্ন খনন ও খরায় জরুরী সেচ সুবিধা প্রদানের জন্য জোর দাবি জানান।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের প্রণোদনার আওতায় এ বছর ১০০০ কৃষক মোট প্রায় সোয়া লক্ষ টাকার সার বীজ পাচ্ছেন, এর মাধ্যমে ১৮০ মেট্রিকটন ধান উৎপাদন হবে যার বাজার মূল্য ৪৫,০০,০০০ টাকা।আমাদের সার বীজ ও অন্যান্য উপকরণ সংরক্ষণ করার জন্য একটি গোডাউন দরকার। একটি প্রকল্পের মাধ্যমে আমরা একটি গোডাউন বরাদ্দ পেয়েছি, কিন্তু জায়গা না পাওয়ার জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না। ৪ শতক জায়গা হলে আমরা এটি নির্মাণ করতে পারবো।আমি এবিষয়ে মাননীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করছি।
এ সময় মাননীয় সাংসদ বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রণোদনার উপর সর্বোচ্চ বরাদ্ধ দিয়েছে। যার কারণে দেশের চালিকা শক্তি কৃষক সমাজ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের সার, বীজ, কীটনাশক সহ কৃষি প্রণোদনা পেয়ে ধান সহ সব ধরনের ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন। মতলব উত্তরে আউশ, আমন, বোরো ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন আরো বাড়াতে কৃষকদের প্রতি তিনি আহবান জানান। গোডাউন নির্মাণ করার জন্য জায়গা আলোচনার মাধ্যমে নির্দিষ্ট করে শীঘ্রই বাস্তবায়ন করার আশ্বাস দেন। জলাবদ্ধতা নিরসন এর জন্য চলমান প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন’সহ মাঠ পর্যায়ে কৃষি অফিসের কর্মকর্তারা কৃষকের পাশে থেকে ফসলে উৎপাদন বাড়াতে ভূমিকা রাখায় তাদের কাজের প্রতি প্রশংসা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.