|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আগরপুর জে সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং সম্পর্কে সচেতনতা মূলক সভা করেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা।
বুধবার (২৯ জুন) সকালে উপজেলার আগরপুর জে সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গেলাম মোস্তফা মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য প্রধান করেন। তিনি আরও বলেন, মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় রামদী ইউপি চেয়ারম্যান সহ আগরপুর জে সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতেের মাধ্যমে, দুই ইপটিজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.