|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রথযাত্রা উৎসব উপলক্ষে ডায়মন্ড হারবার থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২২
আগামী মাসের প্রথম তারিখেই রথযাত্রা উৎসব। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জেলার বিভিন্ন অংশে পালিত হবে রথ উৎসব। সেই রথে এলাকার সকল শ্রেণির মানুষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে এদিন ডায়মন্ড হারবার থানার উদ্যোগে আনন্দধারা তে বসল শান্তি বৈঠক।
ব্লক১ যুব সভাপতি গৌতম অধিকারী জানান,রথ উৎসব ডায়মন্ড হারবার থানার বিভিন্ন প্রান্তে যথেষ্ট উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের একটা রীতি রয়েছে।
সেই ধারা বজায় রেখে আসন্ন রথ উৎসবে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই শান্তি বৈঠকের আয়োজন করা হয়।
জানা গেছে, ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় ডায়মন্ড হারবার আনন্দধারা সভাকক্ষে শান্তি বৈঠকের আলোচনার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্লক১ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা যুব সভাপতি গৌতম অধিকারী,টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার,মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর এর কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত, সহ ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।এদিনের শান্তি বৈঠকে উপস্থিত রথ কমিটির সদস্যদের রথ উৎসবের দিন যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়ে অবগত করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। এতে ডায়মন্ড হারবার বিভিন্ন এলাকার রথ যাত্রা উৎসব কমিটির সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা অংশ নিয়েছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.