|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে মামার বাড়ী স্ত্রীর অধিকারের দাবিতে অনশন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২২
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্ধি গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিকের ঘরের সম্মুখে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করেন ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমথুরা গ্রামের দেওয়ান বাড়ির মেয়ে সীমা আক্তার।এ বিষয়ে সীমা আক্তার বলেন, আনোয়ার হোসেন মানিকের নিজ মামা বিল্লাল হোসেনের এর সাথে আমার ২০০৯ সালে বিয়ে হয়। তারপর মানিক আমাকে বিভিন্ন ভাবে ছবি তুলে হয়রানি করার কারণে জোর পুর্বক মানিক তার সাথে সম্পর্ক করতে বাধ্য করে।এই সম্পর্ক কে কেন্দ্র করে আমাদের ৭বছরের সংসার ভেঙ্গে যায়। পরবর্তীতে মানিক আমাকে বিয়ে করার কথা থাকলে ও সে বিদেশে গিয়ে চারবছরেও ফিরে আসেনি। তারপর আমার ফ্যামিলির চাপের কারণে আমার দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকায় বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানে ও বিভিন্ন কায়দায় আনোয়ার হোসেন মানিক
আমার দ্বিতীয় স্বামীর সঙ্গে যোগাযোগ করে আমার দ্বিতীয় সংসার ভেঙ্গে দেয় । তারপরে মানিক বিদেশ থাকা অবস্হায় মোবাইল ফোনে আমাকে বিয়ে করে। কিন্তু বতর্মানে এখন সে আমাকে স্বামীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করে ও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করতেছি।
এ বিষয়ে ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া বলেন
উক্ত বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান সীমা আক্তার ৯৯৯ কল করেছে।তাদের একটা মামলা ও চলমান,বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.