|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২২
মন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবক গ্রেফতার করেছে সিআইডি।
সোমবার (২৭ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নামে ফেসবুক আইডি খুলে প্রতারনার দায়ে গতকাল ২৬শে জুন রোববার রাতে আলমগীর হোসেন নামে এই প্রতারককে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ।
আলমগীর নামে এই যুবক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নামে ফেসবুক এ্যাকাউন্ট খুলে মন্ত্রীর ছবি ও বিভিন্ন কর্মসূচীর ছবি ওই এ্যাকাউন্ট থেকে পোষ্ট করে দীর্ঘ দিন থেকে প্রচারণা চালিয়ে আসছিল।
ফলে ঐ আইডিতে প্রচারিত মন্ত্রীর গণসংযোগমূলক কর্মকান্ড সংক্রান্ত পোস্টে প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার হতো। এছাড়াও অন্যান্য মন্ত্রী এবং বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নামেও ম্যাসেঞ্জারে চেটিংয়ের মাধ্যমে চাকুরীসহ বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে দেয়ার কথা বলে নানাজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে এমন একজন ভুক্তভোগীর অভিযোগ পেয়ে সাইবার পুলিশের বিশেষ এক টিম অনুসন্ধানে নামে।
তদন্ত এবং বিশ্লেষণের এক পর্যায়ে এ ঘটনার পুরোপুরি সত্যতা পায় সাইবার টিম। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.