|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২২
সকল শ্রেণি-পেশার মানুষের বিপুল অংশগ্রহণ ও উজ্জীবিত জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে খুলনার দাকোপ উপজেলায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের জাতীয় অনুষ্ঠানমালা বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর আনন্দ উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে
বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোস্তফিজুর রহমান,উপজেলা আইসিটি কর্মকর্তা রাজবুল আহম্মেদ,চালনা এমএম কলেজের অধ্যক্ষ অসিম কুমুর থান্দার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী,সহ বিভিন্ন দপ্তর প্রধান শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.