নোয়াখালী পুলিশ সুপার খুব গোপন সূত্রে খবর পেয়ে একটি পুলিশ টিম পাটিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করছে,
(২৩ জুন) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় জাহাজমারা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম শুক্রবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ আলম পাটোয়ারী জাহাজমারা বাজার থেকে কাটাখালীঘাট গামী সড়কের উত্তরে মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টের বাগান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করেন।
পুলিশ সুপার আরও জানান, হাতিয়া দ্বীপের নিরাপত্তায় পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।