|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যুবলীগের লীগের আনন্দ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ৬৬নং ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। ২৪ জুন (শুক্রবার) বিকেলে ডগাইর বাজার থেকে শুরু হয়ে এ মিছিলটি বড়ভাঙ্গা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
৬৬নং ওয়ার্ড যুবলীগের হাজারও নেতা কর্মী নিয়ে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,সভাপতি মোঃ রাসেল ভূঁইয়া,সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি কবির আলম, সহ- সভাপতি আলমগীর সাউদ ,সিদ্দিকুর রহমান ,আব্দুল সাত্তার মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদ মিয়া,আনোয়ার হোসেন ,সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া, হুমায়ুন-উর রশীদ রাজন ও মেহেদী হাসান মুন্নাসহ ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মী।
যুবলীগ সভাপতি রাসেল ভুঁইয়া বলেন,২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রের জবাব এই পদ্মা সেতু।পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের অর্থনীতিকে বদলে দেবে।সরকারের পদ্মা সেতু উদ্ধোধন দেশের ইতিহাসে একটি মাইলফলক অর্জন হয়ে ইতিহাসে লেখা থাকবে।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,বাংলাদেশের মানুষের কাছে আজ প্রাপ্তির আনন্দ। আমরাও পারি, সেটা মাথা উঁচু করে প্রমাণ করার আনন্দ। আমরা বীরের জাতি সেটাই আরেকবার জানানোর আনন্দ। আর এই আনন্দ-উৎসবের যিনি কারিগর এবং আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.