|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে প্রতিবন্ধী রিমার নিকট হুইল চেয়ার ও উপহার সামগ্রী হস্তান্তর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলারচন্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আব্দুর রহিমের প্রতিবন্ধী মেয়ে রিমা বেগম (১৪) একটি হুইল চেয়ারের জন্য মানবেতর জীবনযাপন করছিল।নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন সাংবাদিক মোঃফরিদ মিয়া পেশা গত কাজে ১৭ ই জুন গ্রামে যাবার পর তার দৃষ্টিতে প্রতিবন্ধীর রিমার বিষয়টি ধরাপড়ে।
সাথে সাথে সাংবাদিক ফরিদ মিয়া তার ফেইসবুক আইডিতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন জানালে আধাঘন্টায় বিকাশ নাম্বারে ২৮ শত টাকা চলে আসে এমন সময় আচার গাঁও ইউনিয়নের আব্দুল কাদির (নরসিংদীতে) অবস্থানরত মানব দরদী ফোন করে তিনি একটি হুইল চেয়ার দিবেন বলে জানান। ফরিদ সাথে সাথে আর কোন টাকা পয়সা না পাঠানোর জন্য ফেইসবুক আইডিতে অনিরোধ জানান।বৃহস্পতিবার ২৩ জুন নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবন্ধী রিমা,তার মা নিলুফা ও ধূরুয়া গ্রামের সমাজ সেবক শফিকুল ইসলাম রিপনের উপস্থিতে হুইল চেয়ার,ঈদ উপহার সামগ্রী (১১পদ)রাজশাহীর আম সহ অবশিষ্ট টাকা নগদ হস্তান্তর করা হয়।
এসময় উপস্হিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, মানবাধিকার সংগঠন লেখক কলামিস্ট সাইদুর রহমান, মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সহ সভাপতি ডাঃ মোঃ ফখর উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.