|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর যৌথ অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২২
জেলা প্রশাসক জনাব কামরুল হাসান স্যারের নির্দেশনা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবযানি কর কর্তৃক সদরের ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইনে ৫ টি মামলায় ১৮০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাঁদপুর বিআরটিএ।
এরপর সদরের জোড়পুকুর পাড়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবযানি কর কর্তৃক ৩০০০/- এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক লেডিস জোন কসমেটিকসকে ৫০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় ভোক্তাদের সচেতনতার স্বার্থে লিফলেট বিতরণ করা হয়েছে। অভিযানে সহায়তা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম। জন স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.