|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি সংযুক্ত আরব আমিরাত এর নেতৃবৃন্দদের সাথে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এর সাথে সৌজন্য সাক্ষাত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২২
গত শুক্রবার, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট ভবনের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি এস এ টিভির প্রতিনিধি সিরাজুল হকের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাংলা টিভির প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সাধারণ সম্পাদক নিউজ২৪ টিভির প্রতিনিধি আবদুল আলিম সাইফুল, সিনিয়র সহ-সভাপতি সি-প্লাস টিভির প্রতিনিধি সনজিত কুমার শীল, সহ-সভাপতি প্রবাস মেলার প্রতিনিধি মহিউল করিম আশিক, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মেহেদী, যুগ্ন-সাধারণ সম্পাদক কিউ টিভির প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক মাই টিভির প্রতিনিধি শামসুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক বাংলা টিভির ক্যামেরাম্যান ইয়াসির আরাফাত খোকন, সহ-দপ্তর সম্পাদক সার্চ নিউজের প্রতিনিধি মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আরব বাংলা টিভির প্রতিনিধি সাগর দেবনাথ, আন্তর্জাতিক সম্পাদক ৭১নিউজ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, সদস্য জে এইচ পি টিভির প্রতিনিধি জাহেদ হোসেন, সদস্য কওমি ভিশনের প্রতিনিধি ওবাইদুল্লাহ, (সদস্য) সম্পাদক
দৈনিক বাংলার অধিকার সাগর চন্দ্র (স্বপন).
মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ ও সম্ভাবণার কথা উঠে আসে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হুন্ডির বিরুদ্ধে জনমত গড়ে তোলা, প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা, মানুষের দুয়ারে দুয়ারে পাসপোর্ট ডেলিভারি, জন্ম নিবন্ধন সহ ব্যক্তিগত তথ্য সংশোধনে সহযোগিতা। এসময় বি এম জামাল হোসেন বলেন সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক প্রবাসীদের কল্যাণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.