|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২২
নওগাঁয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউএনওর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কা সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার, অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল লতিফ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত, কালিকাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ, পানিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, শিক্ষার্থী সাদিয়া আফরিন মন ও ফারদিন আমল মাহী প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.