|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবে ছয় দিনেও পরিচয় পাওয়া যায়নি অজ্ঞাত বৃদ্ধের-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২২
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে গুরুতর আহত অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭০) যন্ত্রণায় কাতরাচ্ছেন। প্রথমে এলোমেলো কথাবার্তা বললেও নিজের নাম-পরিচয় বলতে পারেননি। গত কয়েকদিন ধরে কথাও বলতে পারছেন না। ভর্তির ছয় দিনেও পরিচয় পাওয়া যায়নি তার। স্বজনেরা খোঁজ নেননি।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, সেখানকার পুরষ ওয়ার্ডের একটি কক্ষে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই বৃদ্ধ। তাঁর মাথা, হাত, পা ও কপালসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। সেখানকার এক চিকিৎসক ও নার্স তাঁকে চিকিৎসাসেবা দিচ্ছেন। নাম ও পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি শুধু মাথা নাড়েন। কথা বলতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন বলেন, ছয় দিন ধরে তাঁর হাসপাতালে ওই বৃদ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা যাচ্ছে। তাঁর শরীরের কয়েকটি স্থানে এক্স-রে করা হয়েছে। আরও কিছু পরীক্ষাও করা হয়েছে। মাথায় জখমের চিহ্ন দেখা যাচ্ছে। সেখানে সিটিস্ক্যান করাতে হবে। তবে এ ব্যবস্থা তাঁর হাসপাতালে নেই।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তাঁর আনুমানিক বয়স ৭০ থেকে ৮০। তবে কে বা কারা তাঁকে হাসপাতালটিতে এনে রেখে যান তা বুঝতে পারছেন না। তিনি তাঁর নাম-ঠিকানাও বলতে পারছেন না। এখন পর্যন্ত কোনো স্বজনও তাঁর খোঁজে আসেননি। আপাতত সরকারি খরচে প্রাথমিক চিকিৎসা চলছে। তাঁর সহায়তার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়কেও জানানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, অজ্ঞাতনামা ওই বৃদ্ধের কথা জেনেছেন। তাঁর চিকিৎসার ব্যয় ও অন্যান্য খরচ মেটানোর জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রোগী কল্যাণ সমিতিতে আবেদন করা হয়েছে। এ- সংক্রান্ত ফরম পূরণ করে সেখানে পাঠানো হয়েছে।
ক্যাপশনঃ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অজ্ঞাত বৃদ্ধ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.