|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জে বিএডিসির সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২২
ফরিদগঞ্জে বিএডিসির সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকেই নিম্নমানের ইট-কংক্রিট দিয়ে বেইস ঢালাই করা হয়েছে। জানা গেছে, উপজেলা সদরস্থ বিএডিসি গোডাউনের চারপাশে বাউন্ডারি দেওয়াল নির্মাণের উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। ১২ লাখ ৫০ হাজার টাকার এই টেন্ডার পায় ব্রাদার্স। এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর জামাল হোসেন। কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ নিয়ে লোকজনের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, দেওয়াল নির্মাণে যে ইট ও কংক্রিট ব্যবহার করা হচ্ছে, তা মানসম্মত নয়।
স্থানীয়রা জানান, ভালো মানের ইট কংক্রিট দিয়ে নির্মাণ কাজ করার জন্য ঠিকাদারের লোকজনকে বললেও তারা কথা শুনছে না। ঠিকাদার জামাল হোসেন বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে কাজ করা হচ্ছে যেসব ইট কংক্রিটের বিষয়ে অভিযোগ এসেছে। সেগুলো বাদ দিয়ে কাজ পরিচালনা করা হচ্ছে। চাঁদপুর জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিরন জানান, এসব কাজের টেন্ডার হচ্ছে কুমিল্লা অফিস থেকে আমাদের অফিস শুধু তদারকি করছেন। নিম্নমানের মালামালের বিষয়ে তিনি বলেন, যেসব মালামালের বিষয়ে অভিযোগ এসেছে ওই সব মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.