|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় “সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ” শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২২
নওগাঁয় "সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ" শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত--
প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে মঙ্গলবার ২১ জুন বিকাল পৌনে ৪ টায় "সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ" শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি।
মত বিনিময় সভায় বক্তরা বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়ীক দেশ। এদেশে সবাই তার নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে বাধা দিবে না। এদেশে ধর্ম যার যার আনন্দ সবার এটাই হয়ে এসেছে কিন্তু সম্প্রতি নওগাঁয় ধর্মীয় উস্কানীমূলক বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এবিষয়ে প্রশাসন আইনানুগ ব্যবস্থাও নিয়েছে।
সভায় বক্তারা আরো বলেন, আপনারা এই বিষয় গুলোতে প্রশাসনের উপর আস্থা রাখেন। প্রশাসন যদি উস্কানিমূলক বক্তব্য দেওয়া কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করে তাহলে আপনারা মানববন্ধন করেন। অযথা আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
সভায় আরো উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ গাজিউর রহমান পিপিএম, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়, উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহীম, ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.