|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে আজ ২২শে জুন থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২২
আজ ২২শে জুন থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম যা চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত। এবার জেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে সূলভ মুল্যে বিক্রি করা হবে টিসিবির খাদ্যপন্য যার দাম ধরা হয়েছে এবার সয়াবিন তেল প্রতিলিটার ১১০টাকা চিনি ৫৫ টাকা মশারীডাল ৬৫ টাকা কেজিতে বিক্রি করা হবে। এদিকে চাঁদপুর সরকারি গোডাউনে গিয়ে দেখাযায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলামের তত্বাবধানে চলছে টিসিবির খাদ্যপন্য প্যাকেজিং এর কর্মমহাযজ্ঞ। জানাযায়,সারাবিশ্বের সাথে তালমিলিয়ে আমাদের দেশেও বেড়েই চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, তাই দেশের মানুষকে সুবিধা দিতে বিশেষ এই উদ্যোগ হাতেনেয় বর্তমান শেখ হাসিনার এই জনবান্ধন সরকার,তারই ধারাবাহিকতায় সম্বাব্য আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে টিসিবির পর্ন বিক্রি কার্যক্রম। এবার তাতে থাকছে চিনি ১ কেজি মশারি ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার। গতবার চিনি ২ কেজি দেওয়াহলেও এবার দেওয়া হচ্ছে ১ কেজি। এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলাম জানান,এবার ফ্যামেলি কার্ডের মাধ্যমে চাঁদপুর জেলায়,১লাখ ৪৫ হাজার ১ শত ৪৭ জন উপকারভোগী সুলোভ মুল্যে কিনতে পারবে বিসিবির খাদ্য পর্ন, পুরা জেলায় পর্যায়ক্রমে বিক্রি করা হবে সাধারণ মানুষের মাঝে, গত মার্চ ও এপ্রিলে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যারা ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পর্ন কিনতে পেরেছিল এবারও তারাই এ সুবিধা পাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.