|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার উদ্দ্যোগে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২২
‘মুজিব বর্ষে’র কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপনের বক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। আজ সোমবার বেলা ১২ টায় লক্ষ্মীপুর সরকারী কলেজ প্রাঙ্গনে শতাধিক বনজ, ফলদ, ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। এ সময় যুবলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেখ জামাল রিপন বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা বৃক্ষরোপন করছি। আগামীতে সুন্দর এবং সবুজ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই কর্মসূচি মাইলফলক হয়ে থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.