|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেঙ্গুও মশাবাহিত রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভায়, মন্ত্রী তাজুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২২
আজ রবিবার, স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃ মন্ত্রণালয় আয়োজিত এক সভা আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানিয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
উক্ত সভায় এক আলোচনায় মাননীয় মন্ত্রী ঢাকা ও চট্রগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত কার্যক্রমের অবস্থা পর্যালোচনা করেন এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ৩য় আন্তঃমন্ত্রণালয় সভায়।
মন্ত্রী এই কাজগুলো নিয়ে কথা বলেন ও অতিদ্রুত তা বাস্তবায়নের তাগিদ দেন।
মন্ত্রী আরো বলেন আমরা খুবই ভালো আছি কিন্তু আমাদের সিলেটবাসী পানির মধ্যে বাসতেছে খুবই কষ্ট পাচ্ছে তবে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে আমাদের সেনাবাহিনীরা সিলেটবাসীর জন্য কাজ করতেছে,
আপনারা সবাই সেনাবাহিনীর সাথে একসাথে হয়ে তাদেরকে কাজ করতে সহযোগিতা করুন,
নিজে ভাল থাকবেন এবং সিলেট বাসীকে ভালো থাকার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের এই বিপদ রাখবেনা এই বিপদ থেকে আল্লাহ্ আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ।
তাই আমরা ও আপনারা সবাই নামাজ পড়ে সিলেট বাসীর জন্য আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করবেন যেন আল্লাহপাক সিলেটবাসীকে এবং সারা বাংলাদেশকে এই বিপদ থেকে উদ্ধার করেন রক্ষা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.