|| ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২২
নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশ সহ প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশন'র আয়োজনে এবং গভর্নেন্স ইনোভেশন ইউনিট (প্রধানমন্ত্রীর কার্য্যলয়) এর সার্বিক সহযোগিতা রবিবার (১৯ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ'র সভাপতিত্বে এবং বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মোঃ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সহাকরী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়, ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) কাজী রফিক আহমেদ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার পরিষদের দাপ্তরিক প্রধানগন, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ সহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধানমন্ত্রীর এই ১০ টি উদ্যোগকে স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করার চ্যালেন্জ এবং নতুন সম্ভাবনা চিহৃিত করার পাশাপাশি এই ১০ টি উদ্যোগকে বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রনয়ণ করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রাপ্ত ফলাফল'র উপর ভিত্তি করে এ উদ্যোগ গুলিকে আরও উন্নয়নে পদক্ষেপ গ্রহনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.